ডিমের দাম কমার উপায় জানালেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৫:৫৯

নিত্য পণ্যের বাজারে আগুন। এক এক করে বাড়ছে সব জিনিসপত্রের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। মাছ, মাংস কিনতে না পেরে যেসব নিম্ন আয়ের মানুষ ব্রয়লার মুরগির ডিম দিয়ে চারটা ভাত খাচ্ছিলেন, আশঙ্কাজনকভাবে বেড়েছে সেই পণ্যটির দামও।

বাজার দর বলছে, এক হালি (৪টা) ডিম কিনতে এখন ৫৫ টাকা খরচা করতে হচ্ছে। ডজন (১২টা) ১৬০-১৬৫ টাকা। সেক্ষেত্রে কেউ একটা ডিম কিনতে গেলে তাকে ১৫ টাকা গুণতে হচ্ছে। পোল্ট্রি ব্যবসায়ীদের দাবি, মুরগীর খাবারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ডিমের দাম।

এই যখন অবস্থা তখন ডিমের দাম কীভাবে কমতে পারে, সেই উপায় বাতলে দিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন, দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।’

এই পোস্টে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। ওমর সানীর মতো একজন তারকা এমন পোস্ট দিয়ে ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলে দিচ্ছেন বলে দাবি করেছেন তারা। কেউ আবার অভিনেতার পোস্টকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন।

রেজাওয়ানুল হক রাজু নামে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপর না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগীর ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা, সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা। ’

জবাবে ওমর সানী লিখেছেন, ‘সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি। দাম বাড়লেই পণ্য বয়কট। উচিত শিক্ষা দিন! আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে, অবশ্যই আপনাদের লাভ চাই আমরা!’ অনেকে আবার ওমর সানীর ওই পোস্টটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

(ঢাকা টাইমস/১৬ আগস্ট/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :