এত ভক্ত শাকিবের! বিমানবন্দরে নেমেই ভালোবাসায় সিক্ত নায়ক

নয় মাস মার্কিন মুলুকে কাটানোর পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নায়ক।
তার আগে প্রিয় নায়ককে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় অপেক্ষা করছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো ভক্তরা। শাকিব খান বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সবাই। প্রিয় তারকাকে নিয়ে দিতে থাকেন নানারকম স্লোগান।
এ সময় মুগ্ধ ও উচ্ছ্বসিত শাকিব খান বলেন, ‘আমি অনেক এক্সাইটেড! আমার ভেতরেও অনেক উত্তেজনা কাজ করছে। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন পৌঁছাব। ফ্লাইটে থাকাকালীন ক্রুদের জিজ্ঞেস করছিলাম ল্যান্ড করতে আর কতক্ষণ লাগবে। আপনাদের ভালোবাসার কাছে আমি সত্যি কৃতজ্ঞ।’
দেশে এসে ভক্তদের কী সুখবর দেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে শাকিব খান বলেন, ‘কী সুখবর দেব সেটা সময়ই বলে দেবে। মাত্র তো দেশে পা রাখলাম। অনেক স্পেশাল স্পেশাল নিউজ সামনে সবার জন্য অপেক্ষা করছে। এই নয় মাস আমার ভেতরে কাজ করছিল বাণিজ্যিক সিনেমাকে বিশ্বের দরবারে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়।’
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উদ্দেশ্যে শাকিব খান বলেন, ‘আমিতো আসলে জানতাম না এতকিছু। কারা এসেছে, কী হচ্ছে। এখানে এসে সবাই ভালোবাসা দিয়ে আমাকে ভাষাহীন করে দিয়েছে।’
এর আগে মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে দেশে ফেরার কথা জানান কিং খান। যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই পোস্টটি দেন অভিনেতা।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে একটি ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শাকিব খান। সেখানে তাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। এরপর থেকে যান নিউইয়র্কে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। কিছু দিন আগে গ্রিন কার্ডও পেয়েছেন।
(ঢাকা টাইমস/১৭ আগস্ট/এলএম/এএইচ)

মন্তব্য করুন