ভোক্তা অধিকারের অভিযান: ৯ জেলায় ২৩ প্রতিষ্ঠান ও ১১ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও অনিয়ম ঠেকাতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার অন্তত নয় জেলায় অভিযান চালিয়ে ২৩ প্রতিষ্ঠান ও ১১ অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বেশি দামে বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না থাকা, অবৈধভাবে মজুদসহ নানা অভিযোগে এসব জরিমানা করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা
কুমিল্লায় বেশি দামে ডিম বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর নিউ মার্কেট ও রাজগঞ্জ বাজার এলাকার ডিম এবং ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার না রেখে ইচ্ছেমতো দামে ডিম বিক্রির খবর পাই আমরা। এ সময় আমরা ছদ্মবেশে নিউ মার্কেট ও রাজগঞ্জ এলাকার কিছু দোকানে ডিম কিনতে যাই।
সেখানে ইচ্ছেমতো দাম রাখার অভিযোগে রফিক স্টোরকে পাঁচ হাজার টাকা, বাবুল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুরগীর দোকানে ক্রয় ভাউচার না রাখা এবং বেশি লভ্যাংশ ধরে ব্রয়লার ও সোনালি মুরগি বিক্রির অভিযোগে নিউমার্কেট এলাকার ভাই ভাই ব্রয়লার হাউজকে পাঁচ হাজার টাকা, রাজগঞ্জের রেজ্জাক ব্রয়লার হাউজকে তিন হাজার টাকা এবং হাশেম ব্রয়লার হাউজকে আট হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল
মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় বরিশালে চার ডিম ও মুরগি বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার নগরীর বাজার রোড এলাকায় এ অভিযান চালানো হয় বলে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান।
তিনি বলেন, বাজার তদারকি করতে ওই এলাকায় যান তারা। এ সময় ডিম ও মুরগির দামের তালিকা না রাখায় এবং অতিরিক্ত দামে বিক্রি করায় চার বিক্রেতার কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাজার তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানান।
মৌলভীবাজার
অতিরিক্ত দামে ডিম-মুরগি বিক্রি করা, ভাউচার না দেওয়া, মূল্য তালিকা না থাকার দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।
তার নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠান-দোকানে অভিযান চালানো হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে পাশাপাশি মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে এক হাজার ৫০০ টাকা, মেসার্স বেনু পাল ডিমের দোকানকে চার হাজার টাকা, সালাম ডিমের আড়তকে চার হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে এক হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
পরে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে ডিম এবং মুরগি বিক্রি করার জন্য নির্দেশনা দেন মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রাজশাহী
ডিমের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহানগরীর খড়খড়ি, আশরাফের মোড় ও নলখোলা মোড়ে ডিমের আড়ৎ ও খুচরা দোকানে অভিযানে যাই। এসময় আড়তে সাদা ডিমের হালি পাইকারি দর ৩৭-৩৮ টাকা, লাল ডিমের পাইকারি দর ৩৮-৪০ টাকায় বিক্রি হয়। তবে এ দর নিয়ে খুচরা বাজারে গেলে সেখানে ক্রেতারা অভিযোগ করেন সকালে ৪৬ টাকা দরে ডিম বিক্রি হয়েছে।
হাসান-আল-মারুফ বলেন, বাজারে যাওয়ার পর হালিতে ৬ টাকা কমে ডিমের দাম ৪০ টাকা হয়ে গেছে। অন্তত ৩০ দোকানে মূল্য তালিকায় একই দর দেখা যায়।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে বিক্রির দায়ে আল মদিনা ট্রেডার্সকে এক হাজার টাকা ও মধুঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পটুয়াখালীতে মুরগি ও ডিমের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরই সারাদেশের মতো পটুয়াখালীর বাজারেও নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে বিক্রেতারা। বৃহস্পতিবার শহরের নিউমার্কেট এলাকায় মুরগি ও ডিমের দোকানে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর
চাঁদপুরে ডিম ও ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
অভিযানে পণ্যের দাম না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় পালবাজারে সামির স্টোরকে ২ হাজার টাকা, ফজল মাঝির ডিমের দোকানকে১৫ হাজার টাকা এবং আমিন মাতব্বর ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন শহরের নতুন বাজারে ব্রয়লার মুরগির দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকার দায়ে ফ্রেশ মুরগীর দোকানকে ২ হাজার টাকা, মেসার্স পোলট্রি হাউজকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ স্টোরে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে শহরের ট্রাক রোড এলাকায় অভিযান চালিয়ে জিলানী এন্টারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার জরিমানা করা হয়।
চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, সর্বমোট ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩৭ হাজার জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলবে।
জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ মজুদ করা ২ হাজার ৮০০ লিটার সয়াবিন তেলের ১৪টি ড্রাম জব্দ করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী আব্দুর রশিদ নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাউসি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সয়াবিন তেল জব্দ করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির জানান, বেশি মুনাফার আশায় বাউসি বাজার এলাকায় একটি গুদামে অবৈধভাবে ২ হাজার ৮০০ লিটার সয়াবিন তেলের ১৪টি ড্রাম মজুদ করে রাখে ব্যবসায়ী আব্দুর রশিদ। প্রতিটি ড্রামে তেল রয়েছে ২০০ লিটার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাউসি বাজার এলাকার চিলন্ডেন হ্যাভেন স্কুলের পাশের গুদাম থেকে সয়াবিন তেল জব্দ ও ব্যবসায়ী আব্দুর রশিদকে আটক করা হয়।
বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে বৃহস্পতিবার দুপুরে দুটি চালের দো
.কানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চালের বস্তায় পাটের বদলে নিষিদ্ধ পলিব্যাগ ব্যাবহার করার অপরাধে নজরুল ইসলাম ও মুকুল আহমেদ নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, অভিযান চলাকালে বায়েন্দা বাজারের ওই দুই ব্যবসায়ীর দোকানে চালের বস্তায় পাটের পরিবর্তে নিষিদ্ধ পলিব্যাগ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্যে পাটজাত মোড়ক ব্যাবহার বাধ্যতামূলক আইন ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিষিদ্ধ পলিথিন বা পলিব্যাগ ব্যবহার ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পর্যাক্রমে উপজেলার সকল হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
ঝিনাইদহ
ঝিনাইদহে বেশি দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝিনাইদহ। বৃহস্পতিবার বিকালে শহরের নতুন হাটখোলা, হাটের রাস্তাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জিয়াউল হক এ অভিযানের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে পুলিশের সহযোগিতায় শহরের নতুন হাটখোলা, হাটের রাস্তাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠান-দোকানে এ অভিযান চালানো হয়।
শহরের বিভিন্ন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম ও তেল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় ৬টি দোকানে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এআর)

মন্তব্য করুন