দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

আবগারি শুল্কনীতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাসায় তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই।
এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে মনীষ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চলায় সিবিআই। মনীষের বাড়ির পাশাপাশি দেশটির সাতটি প্রদেশের আরও ২০টি বাড়িতে অভিযান চালায় সিবিআই।
সিবিআই এর তল্লাশি অভিযানের প্রতিক্রিয়ায় মনীষ বলেন, ‘আমরা সিবিআইকে স্বাগত জানাই। অনুসন্ধানে পূর্ণ সহায়তা করব, যাতে করে সত্য দ্রুতই প্রকাশ পায়।’
‘এখন পর্যন্ত আমার নামে অনেক মামলা হয়েছে, তবে কিছুই বের হয়নি। এটাতেও (তল্লাশি) কিছু বের হবে না। দেশের সুশিক্ষার জন্য আমার কাজ বন্ধ করা যাবে না।’
তিনি আরও বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে যারা ভালো কাজ করেন, তাদের এভাবে হেনস্তা করা হয়। এ কারণে আমাদের দেশে এক নম্বর হতে পারেনি।’
দিল্লির সরকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। একারণে এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের লক্ষ্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
গত মে মাস থেকে জেলে আছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সতেন্দ্র জৈন।
সিবিআইয়ের তল্লাশির পর এক সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, কোনো তল্লাশি অভিযান তার দলকে দেশের উন্নয়ন কাজ থেকে বিরত রাখতে পারবে না। অতীতেও তল্লাশি হয়েছিল। কিন্তু তখন কিছু পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও কিছু পাওয়া যাবে না।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

আঙ্কারায় বিস্ফোরণের পর কুর্দি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু তুরস্কের

বাজেট ব্যর্থতা সত্ত্বেও ইউক্রেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দূরে হাঁটবে না: বাইডেন

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ, দেখুন সরাসরি

মেক্সিকোতে দুর্ঘটনায় ট্রাকে লুকিয়ে থাকা ১০ কিউবান অভিবাসী নিহত

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯, আটকা পড়েছে ২০ জন

‘কর্মী-সম্পদ ও ভারত সরকারের সহযোগিতার অভাবে’ দিল্লিতে কার্যক্রম বন্ধ আফগান দূতাবাসের

শেষ মুহূর্তে শাটডাউন থেকে বাঁচল যুক্তরাষ্ট্র

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী প্রার্থী জয়ী

১৮৮২ সালের পর আর্দ্রতম সেপ্টেম্বর পার করল নিউইয়র্ক, আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা
