দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৬:৪৬
অ- অ+

আবগারি শুল্কনীতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাসায় তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই।

এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে মনীষ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চলায় সিবিআই। মনীষের বাড়ির পাশাপাশি দেশটির সাতটি প্রদেশের আরও ২০টি বাড়িতে অভিযান চালায় সিবিআই।

সিবিআই এর তল্লাশি অভিযানের প্রতিক্রিয়ায় মনীষ বলেন, ‘আমরা সিবিআইকে স্বাগত জানাই। অনুসন্ধানে পূর্ণ সহায়তা করব, যাতে করে সত্য দ্রুতই প্রকাশ পায়।’

‘এখন পর্যন্ত আমার নামে অনেক মামলা হয়েছে, তবে কিছুই বের হয়নি। এটাতেও (তল্লাশি) কিছু বের হবে না। দেশের সুশিক্ষার জন্য আমার কাজ বন্ধ করা যাবে না।’

তিনি আরও বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে যারা ভালো কাজ করেন, তাদের এভাবে হেনস্তা করা হয়। এ কারণে আমাদের দেশে এক নম্বর হতে পারেনি।’

দিল্লির সরকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। একারণে এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের লক্ষ্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

গত মে মাস থেকে জেলে আছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সতেন্দ্র জৈন।

সিবিআইয়ের তল্লাশির পর এক সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, কোনো তল্লাশি অভিযান তার দলকে দেশের উন্নয়ন কাজ থেকে বিরত রাখতে পারবে না। অতীতেও তল্লাশি হয়েছিল। কিন্তু তখন কিছু পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও কিছু পাওয়া যাবে না।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা