ইউরোপায় গোলের দেখা পেলেন রোনালদো, জিতল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

উয়েফা ইউরোপা লিগে ফুটবল ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অভিষেক গোলে ইউরোপায় প্রথম জয়ের দেখা পেল ইউনাইটেড। শেরিফের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোল ব্যবধানে জিতেছে রোনালদোর দল।

এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছে ১-০ গোল ব্যবধানে। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই খেলতে নামে দল।

জিম্ব্রু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সফররত ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।এদিন ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট চারটি। এর মধ্যে গোল হয়েছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচের মাত্র ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে স্বাগতিক শেরিফের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। এর মধ্যে গোল হয়নি একটিও।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলা খেলা ইউনাইটেডকে ১৭তম মিনিটে চমৎকার ফিনিশে লিড এনে দেন জ্যাডন সানচো। এই মৌসুমে তৃতীয় গোল করলেন তিনি। প্রথমার্ধেই আসে আরও একটি গোল। ৩৮তম মিনিটের পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ জয়ের ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে শেরিফ। এদিকে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান রিয়াল সোসিয়েদাদের। আর তলানিতে অবস্থান করছে ওমোনিয়া।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :