ডিআরইউর লাইব্রেরিতে বই উপহার দিলেন পিআইবি মহাপরিচালক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্মিত ‘কবি কাজী নজরুল ইসলাম’ লাইব্রেরিতে ৫৬টি বই উপহার দিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরির জন্য ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের হাতে বইগুলো হস্তান্তর করেন তিনি।
এসময় পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীকে সমৃদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু, বাংলাদেশের অভ্যূদয় ও সাংবাদিকতা সংশ্লিষ্ট ৫৬ (ছাপ্পান্ন) কপি বিভিন্ন ধরনের বই ও গবেষণা সমৃদ্ধ বই দেওয়া হলো।
পর্যায়ক্রমে এই লাইব্রেরীকে আরো বই উপহার হিসেবে দেওয়া হবে বলে জানান পিআইবির মহাপরিচালক।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বই উপহারের জন্য পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএইচ)

মন্তব্য করুন