চেক জালিয়াতি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:১৪

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মামুনকে (৪৫) গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব-৮। পরে তাকে পালং মডেল থানায় হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজা হয় মতিউর রহমান মামুনের। তিনি শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কাশাভোগ গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় শরীয়তপুর শহর থেকে তাকে র‌্যাব গ্রেপ্তার করে। পরে আসামিকে পালং থানায় হস্তান্তর করলে সোমবার মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :