প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪
অ- অ+

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফজলুর রহমান ঢাকাটাইমসকে জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পরিকল্পিতভাবে উপজেলা চেয়ারম্যানের অফিস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে যান সোহাগ আলী। পরে ইউএনও কার্যালয়ের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে ছবিটি রেখে ভাঙচুর করেন ও দুমড়ে-মুচড়ে ফেলেন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখে তাকে ধরে মারধর করে। এরপর ইউএনওর নির্দেশে সোহাগকে আটক করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম।

দণ্ডিত সোহাগ আলী সোনারগাঁয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা