কোথায় গেল কৃষ্ণা-শামসুন্নাহারদের ডলার ও টাকা?

মুকুল মুর্শেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮
অ- অ+

হিমালয় জয় করে দেশবাসীকে আনন্দে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে কার্যালয়ে যাওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। পরে নিজেদের লাগেজ খুলতে গিয়ে ঘটে বিপত্তি। দলের দুই তারকা ফুটবলার শামসুন্নাহার ও কৃষ্ণা রানি সরকারের লাগেজ থেকে চুরি হয়েছে ডলার-টাকাসহ বেশ কিছু জিনিসপত্র।

নেপাল থেকে বুধবার দুপুরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কৃষ্ণা ও শামসুন্নাহার। বিমানবন্দরের মতো একটি জায়গায় কারা করল এমন ঘৃণিত কাজ? উঠেছে প্রশ্ন। আর চুরির কোনো ঘটনা বিমানবন্দরে ঘটেনি বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাহলে প্রশ্ন হচ্ছে কৃষ্ণা-শামসুন্নাহারদের ডলার ও টাকা চুরি হলো কোথায়?

বাংলাদেশ নারী দলের কোচ, গোলাম রব্বানী ছোটন কর্তৃক জানা যায়, কৃষ্ণার লাগেজ ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০০০০ টাকা নিয়ে গেছে। আর শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়েছে ৪০০ মার্কিন ডলার। এর পাশাপাশি কিছু মূ্ল্যবান জিনিসপত্র খোয়া গেছে এই দুই ফুটবলারের।

এদিকে বৃহস্পতিবার সকালে কৃষ্ণা রাণীর বাবা বাসুদেব সরকার গণমাধ্যমকে জানান, ‘সকালে মেয়ে আমাকে ফোন করেছিল। ওর ভীষণ মন খারাপ। কৃষ্ণা আমাকে বলেছে, ওর লাগেজ থেকে ৯০০ ডলার চুরি গেছে। আর শামসুন্নাহারের লাগেজ থেকেও কিছু নেপালি মুদ্রা ও কাপড়চোপড় হারিয়েছে।’

চুরির ঘটনা প্রকাশ্যে আসলে শুরু হয় তদন্ত। বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবারের সিসি টিভি ফুটেজ দেখে জানিয়ে দেয়, সেখানে চুরির কোনো ঘটনাই ঘটেনি। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম অফিসিয়াল কর্তৃক ট্যাগ চেক করতঃ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলেন্স কর্তৃপক্ষের নিকট হতে লাগেজ সমূহ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।’

বাঘিনীদের হারানো অর্থ ফিরিয়ে আনতে তৎপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার মতিঝিল ও বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ্যাল উইং। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা ইতিমধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি এবং বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। সেখানে বাফুফে লিগ্যাল ডিপার্টমেন্টের লোকেরা কাজ করছে।’

এখানেই শেষ নয়, দেশে চুরিকৃত অর্থ পাওয়া না গেলে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও যোগাযোগ করা বলে জানিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘ঢাকার শাহজালাল বিমানবন্দরে ডলার চুরি ঘটনার যদি কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে আমরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করবো। ঘটনাটা সেখানে ঘটেছে কি না তা খতিয়ে দেখার জন্য তাদেরকে অনুরোধ জানাবো।’

এরপরও যদি চুরি হওয়া অর্থ পাওয়া না যায়, তবে কি হবে? এর সমাধানও দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সদস্য মাহফুজ আক্তার কিরণ। তিনি জানান, ‘ওরা ছোট মেয়ে। ওদের কাছে এই অঙ্কটা অনেক বড়। তাই আমরা বেশ গুরুত্ব দিচ্ছি। আর এই টাকা না পাওয়া গেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটা দেখবে। ফুটবল ফেডারশনের পক্ষ থেকে আমরা ওদের টাকাটা দেওয়ার জন্য পদক্ষেপ নেব।’

প্রসঙ্গত, নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নারী দলকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোল ব্যবধানে। আর পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে উঠে সেমিফাইনালে। চারের লড়াইয়ে আরও ক্ষিপ্রগতির ফুটবল খেলেন সাবিনারা। যেখানে ভুটানের বিপক্ষে জয় এসেছে ৮-০ গোলে। ফাইনালে হিমালয়ের দেশটির মেয়েদের স্বপ্ন ভঙ্গ করে কাঙ্ক্ষিত শিরোপা নিজেদের করে নেন ছোটন রব্বানী ছোটনের শিষ্যরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশি দলনেতা সাবিনা খাতুন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি গোল করেন। এর মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেন সাবিনা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তুলে নেন প্রথম হ্যাটট্রিক। সেমিফাইনালে ফের জ্বলে উঠেন সাবিনা। পেয়ে যান দ্বিতীয় হ্যাটট্রিক। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি গোলকিপার রুপনা চাকমা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেন তিনি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা