শুক্রবার থেকে যেসব হলে 'অপারেশন সুন্দরবন'

অপেক্ষার অবসান শেষ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশের ৩৫ সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমা 'অপারেশন সুন্দরবন'। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাঁথা গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
'অপারেশন সুন্দরবন' পরিচালনা করেছেন দীপংকর দীপন। সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমামসহ একঝাঁক সত্যিকারের র্যাব সদস্য।
ঢাকার ভেতরে যেসব হলে চলবে
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার এস.কে.এস টাওয়ার মহাখালী, বিজয় স্মরণী, সনি স্কয়ার মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (ধোলাইপার), বিডিআর (পিলখানা)।
ঢাকার বাইরের যেসব হলে চলবে
সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী,কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর সাভার), সেনা অডিটোরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ)।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএম)

মন্তব্য করুন