লুটেরাদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে: ইনু

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮
অ- অ+

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ করতে বাজার সিন্ডিকেট, দুর্নীতিবাজ ও লুটেরাদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার বেলা ১১টায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যতদিন রাজনীতির মাঠে থাকবে ততদিন দেশে অস্থিরতা ও অশান্তির অবসান হবে না।

স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, রাজনীতি ও সমাজে স্থায়ী শান্তি অর্জন করতে হলে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়েই রাষ্ট্রের চিরশত্রু বিএনপি, জামায়াতসহ জঙ্গিগোষ্ঠীকে বর্জন করতে হবে।

সভায় ফেনী জেলা সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মো. মোশারফ হোসেন, নুরুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মির্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী ও জসিম উদ্দিন বাবুল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা