হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৯| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭
অ- অ+

দিনাজপুরের হিলিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহিমনি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাহিমনি বোয়ালদাড় গ্রামের রাসেল মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহিমনি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে শিশুটি ডুবে যায়। দীর্ঘ সময় শিশু রাহিকে বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।

এরপর তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসমা বেগম জানান, শিশু রাহিমনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা