স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিতরাই আজ গণতন্ত্র শেখাতে চায়: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, যারা স্বৈরশাসক হিসেবে এ দেশে প্রতিষ্ঠা লাভ করেছে তারা গণতন্ত্র শেখাতে চায়।
তিনি বলেন, যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা আজ বড় বড় কথা বলেন। সব দেখে আমাদের এখন হাসি পায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমির হোসেন আমু বলেন, এরশাদের ক্ষমতাকালীন সময়ে ৭২ ঘণ্টা নয়, ১২ দিন আমাদের সমস্ত রেজাল্ট হেল্ডআপ রাখা হয়েছিল। কারা আজকে গণতন্ত্র শেখায়। যে জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে ভোট থেকে কারচুপি শুরু। তারা আজকে গণতন্ত্র শিক্ষা দিতে চায়।
তিনি আরও বলেন, আগামীতে শেখ হাসিনা ও তার মনোনীত প্রার্থীকে এ দেশের মানুষ ভোট দেবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনের মধ্যে দিয়ে গনতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভুইয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন।
আলোচনা সভা সঞ্চলনা করেন শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ইএস)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

সরকার আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল

জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা নেই: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন: কর্নেল অলি

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগেই প্রধানমন্ত্রী সরাসরি নাকচ করেছেন: দুদু

খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর: গণতন্ত্র মঞ্চ

রাজপথ দখলের লড়াইকে ঘিরে বাড়ছে জনমনে উদ্বেগ-আতঙ্ক

জামায়াতে ইসলামী ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে: হানিফ

মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না, যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী

আদালতে গিয়েও লাভ হবে না খালেদা জিয়ার
