টি-টেনে দল পেলেন পাঁচ টাইগার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫
অ- অ+

অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল টি-টেন ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট। নিজ নিজ দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফটে কপাল খুলেছে চার বাংলাদেশি ক্রিকেটারের। ফলে সাকিব আল হাসানসহ আবুধাবির টি-টেন লিগে দল পেলেন মোট পাঁচজন টাইগার ক্রিকেটার।

টি-টেন লিগ খেলার জন্য নাম লিখিয়েছিলেন মোট সাতজন ক্রিকেটার। কিন্তু মাত্র চার জনের প্রতি আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকিরা থেকে গেছেন অবিক্রিত।

এদিকে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে আগেই সাকিব আল হাসান টি-টেনে দল পেয়ে যায়। আর প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান, ডানহাতি পেসার তাসকিন আহমেদ, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও উদীয়মান তারকা পেসার মৃত্যুঞ্জয় রয়।

উল্লেখ্য, মোট আটটি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে এবারের টি-টেন লিগ। আগামী ২৩ নভেম্বর উদ্বোধনের পর ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা