নিজ উপজেলায় সংবর্ধিত বিশ্বজয়ী হাফেজ তাকরীম

নিজ উপজেলা টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশের ১৫৩ অংশ গ্রহণ করে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতিসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার।
অন্যের মধ্যে বক্তব রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ ও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নূরে আলম সিদ্দিকী

বগুড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন খোকা, কায়সারসহ ১০ জন

চাঁদপুর-৩: জাতীয় পার্টির মহসীন খানের মনোনয়ন দাখিল

ঝিনাইদহ ৪ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শীতলক্ষ্যায় ভেসে ছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নৌকার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপস করে না: এনামুল হক শামীম

বগুড়ায়- ৭ আসনে মনোনয়ন জমা দিলেন ৮৯ প্রার্থী
