দীপিকার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে যা বললেন রণবীর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ১৬:৪৫
অ- অ+

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে নাকি ভাঙতে বসেছে? সে নিয়ে জোরদার চর্চা নেটদুনিয়ায়। বহু দিন ধরেই অনুরাগীরা আঁচ করছেন, কিছু তো চলছে দুই তারকার মধ্যে, যা বেশ কিঞ্চিৎ গড়বড়ে। জুটিকে একসঙ্গে দেখাও যায় না তেমন। ব্যাপারটা কী? অবশেষে সব গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর।

তিন দিন আগে ইনস্টাগ্রামে রণবীরের উত্তেজক ছবির নীচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে ছিল জিভ বার করা ইমোজি। তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। হতে পারে, দীপিকা এখনও একই ভাবে ভালোবাসেন স্বামীকে।

কিন্তু রণবীরের মন? তার হদিস কে-ই বা জানেন! আশ্চর্য ভাবে জনতার সেই উৎকণ্ঠা টের পেলেন অভিনেতাও। মঙ্গলবারই স্ত্রীর ছবির মন্তব্যে বুঝিয়ে দিলেন, এখনও দীপিকাই তার রানি।

ছবিতে দেখা যায়, এক অলংকার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছেন দীপিকা। তার হিরেখচিত সাজের তারিফ করে রণবীর লিখেছেন, ‘আমার রানি! সব সময়ই আমার গর্বের বিষয়ও।’ তা দেখে আবারও বিভ্রান্ত অনুরাগীরা। সমস্যাটা ঠিক যে কোথায়- বাইরেটা দেখে বোঝার উপায় নেই।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা