আন্তর্জাতিক বাজারে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ০৯:০৩| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৯:১২
অ- অ+

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার ১ শতাংশ দাম বাড়ে বলে রয়টার্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনবিসি। এ দামবৃদ্ধি গত ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

মার্কিন ডলারের দর সামান্য কমেছে। একইসঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী। এ অবস্থায় বিনিয়োগকারীরা মনে করছেন, ইউএস ফেডারেল রিজার্ভ সিস্টেম (ফেড) সামনে সুদের হার কম বাড়াতে পারে। মূলত এ কারণে মূল্যবান ধাতুটির মূল্য বেড়েছে।

ওই দিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৫৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭২৫ ডলার ৮৭ সেন্টে, গত ১৩ সেপ্টেম্বরের পর যা সর্বোচ্চ।

অপরদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা প্রতি আউন্স বিক্রি হয় ১৭৩৪ ডলার ৮০ সেন্ট।

বেঞ্চমার্ক ইউএস ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড কমেছে। পাশাপাশি কিছুটা দরপতন হয়েছে ডলারের। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবেরকর্ন বলেন, ফেড নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটছে। ফলে স্বর্ণের দামে উলম্ফন দেখা গেছে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা