করোনার প্রভাব কাটিয়ে প্রবৃদ্ধি অর্জনে নতুন ভিসা নিয়ম চালু করল আমিরাত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১৪:৪২| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৪:৫৪
অ- অ+
সংযুক্ত আরব আমিরাত ভিসা নিয়ম সহজ করে নতুন অভিবাসীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। ছবি এএফপি

সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা নিয়ম চালু করেছে। দেশে আরও দক্ষ পেশাদারদের আকৃষ্ট করার লক্ষ্যে ভিসা নিয়মে পরিবর্তন আনা হয়। এর অন্যতম লক্ষ্য হলো কোভিড-১৯ মহামারির প্রভাব থেকে ফিরে আসা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।

দেশটির রেসিডেন্সির মহাপরিচালক মেজর জেনারেল সুলতান ইউসেফ আল-নুয়াইমি বলেছেন, ‘ভিসার নিয়মগুলো জীবনের মান উন্নত করা এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাস, কাজ এবং বিনিয়োগের অভিজ্ঞতাকে আনন্দদায়ক এবং সুখী করে তোলার লক্ষ্যে তৈরি করা হয়েছে।’ খবর আল জাজিরা।

২০২১ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে প্রথম গ্রিন ভিসার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ভিসা পেলে বিদেশিরা পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন, এর জন্য তাদের নাগরিকত্ব নেওয়ার এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

গ্রিন ভিসাধারীরা স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা-মা, বোন বা ভাইকে সঙ্গে রাখতে পারেন। আর কারও যদি ছেলে সন্তান থাকে, তবে সে ২৫ বছর বয়স পর্যন্ত থাকার সুবিধা পেতে পারেন। আগে এই বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ছিল ১৮ বছর।

নতুন নিয়মে অবিবাহিত নারী বা প্রতিবন্ধী সন্তানের জন্য কোনো বয়সসীমা রাখা হয়নি। কারও ভিসার মেয়াদ শেষ বা বাতিল হয়ে গেলে তাকে ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।

এছাড়া,গোল্ডেন ভিসার আওতায় দুবাইয়ে টানা ১০ বছর থাকা যায়। বিনিয়োগকারী, ব্যবসায়ী বা গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীরা গোল্ডেন ভিসা পেয়ে থাকেন।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এখন কোনো গোল্ডেন ভিসাধারী ৬ মাস সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকলেও তার ভিসা বাতিল হবে না। এছাড়াও এই ভিসাধারী যে কোনো সংখ্যক গৃহকর্মী রাখতে পারবেন। অন্যদিকে গোল্ডেন ভিসায় পরিবারের সদস্য, স্ত্রী-সন্তান যে কোনো বয়সের সবাইকে একসঙ্গে রাখা যাবে। ভিসা বাতিল বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে পারবেন।

আর নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ যদি ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান, তিনি সেখানে দুই মাস থাকতে পারবেন। আগের ৩০ দিনের নিয়ম পরিবর্তন করে এটি ৬০ দিন করা হয়েছে। এছাড়াও, একটি নতুন মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও ঘোষণা করা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতে ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে।

একই সময়ে, যারা চাকরি খুঁজছেন তাদের ভিসার জন্য কোনো স্পন্সরের প্রয়োজন হবে না। বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মানবসম্পদ মন্ত্রণালয়ের তিনটি দক্ষতা স্তরের মধ্যে যোগ্য হলে তারা চাকরির ভিসা পেতে পারেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/ওএফ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা