শাহজালালে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৮:৫০
অ- অ+

হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল। বৃহস্পতিবার সকালে এসব স্বর্ণের বার ময়লার ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্ট কর্মকর্তা নাফিস আমিন রিজভী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরের বে ১২ নম্বরের পাশে রক্ষিত ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়।

পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তুটি খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর আনুমানিক ওজন তিন কেজি ৪৮০ গ্রাম, যার বাজার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা