বাসে তল্লাশিকালে যুবকের দৌড়, অবশেষে ২ হাজার ইয়াবাসহ আটক

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৯:৪১| আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:৪৪
অ- অ+

ঢাকা-চট্টগাম মহাসড়কের ফেনীতে যাত্রীবাহী বাসে মো. সফিক (২৮) নামের এক তরুণকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চলাকালে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। আটক তরুণের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, কক্সবাজার থেকে এক মাদক কারবারি ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাসে ঢাকার দিকে যাচ্ছেন- এমন খবর পেয়ে সকালে বাসগুলোতে তল্লাশি চালান তারা। এ সময় এক তরুণ দ্রুত একটি বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। অধিদফতরের লোকজন তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। ওই তরুণের পকেট তল্লাশি করে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের বাদী হয়ে মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা করে ওই তরুণকে পুলিশে সোপর্দ করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মাদক মামলার আসামি মো. সফিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা