খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ২১:০৩
অ- অ+

খুলনায় প্রকাশ্যে যুবকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নগরীর খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ লবণচরা ২ নম্বর গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে।

স্থানীয়রা জানায়, পলাশ ও সৌরভ চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময়ে বেশ কয়েকজন দুর্বৃত্ত পলাশকে কুপিয়ে ফেলে রেখে যায়। পূর্বশত্রুতার জের ধরে ধারালো চাপাতি এবং ছুরি দিয়ে পলাশকে মাথার পেছনে কোপে গুরুতর আহত হয়। এছাড়া সৌরভ (২২) বাম হাতের বাহুতে কোপায়। এসময়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিল। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল মর্গে আছে। এখনও মামলা হয়নি।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা