খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় প্রকাশ্যে যুবকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নগরীর খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ লবণচরা ২ নম্বর গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে।
স্থানীয়রা জানায়, পলাশ ও সৌরভ চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময়ে বেশ কয়েকজন দুর্বৃত্ত পলাশকে কুপিয়ে ফেলে রেখে যায়। পূর্বশত্রুতার জের ধরে ধারালো চাপাতি এবং ছুরি দিয়ে পলাশকে মাথার পেছনে কোপে গুরুতর আহত হয়। এছাড়া সৌরভ (২২) বাম হাতের বাহুতে কোপায়। এসময়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিল। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল মর্গে আছে। এখনও মামলা হয়নি।
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বগুড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন খোকা, কায়সারসহ ১০ জন

চাঁদপুর-৩: জাতীয় পার্টির মহসীন খানের মনোনয়ন দাখিল

ঝিনাইদহ ৪ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শীতলক্ষ্যায় ভেসে ছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নৌকার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপস করে না: এনামুল হক শামীম

বগুড়ায়- ৭ আসনে মনোনয়ন জমা দিলেন ৮৯ প্রার্থী

সাতক্ষীরার ৪ আসনে বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
