মির্জাপুর পৃথক দুর্ঘটনায় নিহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৭:১২

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

শুক্রবার সকালে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। অপর দিকে ভোরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এলাকায় ও মির্জাপুর ট্রেন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন চন্দ্র বর্মণ (২৫) কুড়িগ্রাম জেলার কালিরবাগ এলাকার ফুলবাবুর ছেলে ও টাঙ্গাইল জেলার বিবেক (২০)।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পিংকী পরিবহনের একটি বাস মহাসড়কের কুরনী এলাকায় বালুবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একটি পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১১ জন। পরে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে বিকালে একজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল এ খবর নিশ্চিত করেন।

অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভোরে মির্জাপুর পৌর এলাকার ত্রিমোহন জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কমলা রানী ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ নিয়ে গেছে।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :