ফ্রান্সে বৌদ্ধদের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব পালিত

যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
মাসব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষ্যে রবিবার রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি বৌদ্ধদের প্রতিষ্ঠিত কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি হলে মহামানব গৌতম বুদ্ধের অহিংস নীতির আলোকে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, তথাগত সম্যক সম্বুদ্ধের পূজা ও শীল গ্রহণ এবং বিকালে উপাসক উপাসিকা কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা সভা, কল্পতরু পুজা,প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।
অনুপম বড়ুয়া অনু’র উপস্থাপনায় এবং ফারা চন্দ্রারত্না মহানায়েকার সভাপতিত্বে এই ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সত্যপাল মহাথের।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত শ্রীলংকান রাষ্ট্রদূত প্রফেসর কনিস্কা হিরিয়েনবুরেগামা ও ফ্রান্সে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদুত উ ক্য জেয়া। আরও উপস্থিত ছিলেন ভিক্ষু জ্যোতিসার থেরো,ভদন্ত কল্যান রত্ন থেরো, ভদন্ত বিজয়া নন্দ থেরো, ভদন্ত আনন্দ মিত্র থেরো, ভদন্ত প্রিয় রক্ষিত থেরো প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এজে)

মন্তব্য করুন