জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২২, ২০:২১
অ- অ+

জালজালিয়াতি ও প্রতরণার অভিযোগে করা মামলায় ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর মূখ্য হাকিম (সিএমএম) আদালতের বিচারক মেহেদি হাসান তার জামিনের আদেশ দেন।

সোমবার দুপুরে কাজী এরতেজার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১ নভেম্বর খিলক্ষেত থানায় করা জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলায় রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরের দিন তাকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তার সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা