বড় ম্যাচের ক্রিকেটার স্টোকস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২২, ১৮:১৭
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী লো-স্কোরিং ম্যাচে ব্যাট করতে নেমে একে একে ফিরে যাচ্ছিলেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু শেষ পর্যন্ত খেলে অর্ধশতক পূরণের পাশাপাশি জয় নিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস। আর দলও পেয়ে যায় দ্বিতীয় শিরোপা। এর আগেও ওয়ানডে বিশ্বকাপ কিংবা অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে দেখিয়েছেন নিজের শ্রেষ্ঠত্ব। এজন্য তাকে বড় ম্যাচের ক্রিকেটার বলে ইংল্যান্ডের দলনেতা জস বাটলার।

ফাইনালে একমাত্র ফিফটি তুলে নিলেও ম্যাচসেরার পুরস্কার পাননি বেন স্টোকস। সতীর্থ স্যাম কুরান মাত্র ১২ রানের খরচায় ৩ উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন। এরপরও স্টোকসের প্রশংসা করতে একটু কার্পন্য করেননি তিনি। স্যাম কুরানের মতে এই পুরস্কার পাওয়া যোগ্য স্টোকস্যই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই সুর শোনা যায় ইংলিশ দলনেতা জস বাটলের মুখেও। স্টোকসকে নিয়ে তিনি বলেন, ‘সে(স্টোকস) বড় ম্যাচের ক্রিকেটার। তার বিরাট ইনিংসগুলোর পিছনে রয়েছে অভিজ্ঞতা।’

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গিলের ডাবল সেঞ্চুরির পর জবাব দিতে নেমে চাপে ইংল্যান্ড
আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ভাইস প্রেসিডেন্টের টাই-ভাঙা ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা