ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১৬:৪৭
অ- অ+

ঝিনাইদহ এক যুবককে হত্যার চেষ্টায় আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর দক্ষিণ পাড়ায়।

ভুক্তভোগী আবু-সাইদ মোহাম্মাদ আল-ইমরান অভিযোগ করে জানান, নিজ বাড়িতে তার একটি মুরগি ফার্ম আছে। প্রায়ই রাতেই কিছু দুর্বৃত্ত তার মুরগি ফার্মে এসে উৎপাত করে। বুধবার রাতে আবু-সাইদ মোহাম্মাদ আল-ইমরান এশার নামাজের উদ্দ্যেশে তার নিজ বাড়িতে টিউবয়েলে অজু করতে গেলে ৪/৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় টেটা দিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তখন সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানায় ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা