ভালুকায় ‘সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম’র উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১৬:৫৬
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় ‘সাড়া মানবিক বৃদ্ধা আশ্রম’র নিজস্ব নতুন ভবনে শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. শাহ ই আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম চেয়ারম্যান আবদুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম , ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সাড়া বৃদ্ধ আশ্রমের পরিচালক এমএ মালেক, সাড়া মানবিক বৃদ্ধা শ্রমের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাইন উদ্দিন, ব্যবসায়ী শহিদুল ইসলাম ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল।

সঞ্চালনায় ছিলেন মীর আহসান বাপ্পী।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা