দিনাজপুরে দুই সন্তানকে হত্যায় অভিযুক্ত বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ২১:২৬
অ- অ+

স্ত্রী তালাক দেয়ার জেরে দুই পুত্র সন্তানকে বিষ প্রয়োগে হত্যার অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছেপুলিশ।

বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে শুক্রবার রাত ৮টার দিকে আটক করে পুলিশ।

শরিফুলকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন, বিরল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক রাসেল।

প্রসঙ্গত, স্ত্রী তালাক দেয়ার জেরে দুই পুত্র সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর বাবা শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে কোন এক সময় বিষ প্রয়োগে হত্যার পর নিজেই মুঠোফোনে শুক্রবার সকালে তার পরিবারের লোকজনকে জানান।

শুক্রবার সকালে অভিভাবকদের সংবাদেরভিত্তিতে ওই দুই শিশু ইমন (৭) ও ইমরান (৩)এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিরল পৌরসভার শংকরপুর এলাকার নিজ বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বিরল-দিনাজপুর সড়ক সংলগ্ন ৭ নং বিজোড়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে পুলিশ এ মরদেহ দুটি উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ছেলেকে বাড়ি থেকে সঙ্গে নিয়ে বের হন পিতা শরিফুল ইসলাম। রাতে বাড়িতে মুঠোফোনে সে জানায়, বিষ প্রয়োগে দুই ছেলেকে হত্যা করে লাশ ভবানীপুর স্কুলে ফেলে রেখেছে সে। নিজেও বিষ পান করেছে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে নিখোঁজ হন শরিফুল।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা