সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৫:৩৭| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:১০
অ- অ+

উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার কথা জানিয়েছে। হামলায় তাদের বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, শুক্রবার গভীর রাতে সিরিয়ার আল-শাদ্দাদিতে তাদের ঘাঁটিতে "সংঘবদ্ধ বাহিনীকে লক্ষ্য করে’ হামলা চালানো হয়েছে। আক্রমণের ফলে জোটের সম্পত্তির ভিত্তির কোন আঘাত বা ক্ষতি হয়নি।’

তবে হামলার পেছনে কারা দায়ি এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাক উভয় অঞ্চলে কুর্দি বাহিনীর ওপর মারাত্মক বিমান হামলা শুরু করার সাথে সাথে সিরিয়া-তুরস্ক সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। এপরেই এই হামলার ঘটনা ঘটেছে।

আঙ্কারা হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছিল। তবে জড়িত থাকার কথা অস্বীকার করেছে সংগঠনটি।

সিরিয়া থেকেও রকেট হামলা হয়েছে যাতে তুরস্কের বেসামরিক মানুষ মারা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের উত্তেজনা কমানোর জন্য আহ্বান করে আসছিল। সেন্টকম শুক্রবার বলেছে, এসডিএফ হামলার উত্সস্থল পরিদর্শন করেছে এবং একটি তৃতীয় আনফায়ারড রকেট খুঁজে পেয়েছে।

সেন্টকমের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেছেন, ‘এই ধরনের হামলা জোট বাহিনী এবং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে। এছাড়া সিরিয়া ও অঞ্চলের কঠোর অর্জিত স্থিতিশীলতা ও নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা