সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:১০ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৫:৩৭

উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার কথা জানিয়েছে। হামলায় তাদের বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, শুক্রবার গভীর রাতে সিরিয়ার আল-শাদ্দাদিতে তাদের ঘাঁটিতে "সংঘবদ্ধ বাহিনীকে লক্ষ্য করে’ হামলা চালানো হয়েছে। আক্রমণের ফলে জোটের সম্পত্তির ভিত্তির কোন আঘাত বা ক্ষতি হয়নি।’

তবে হামলার পেছনে কারা দায়ি এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাক উভয় অঞ্চলে কুর্দি বাহিনীর ওপর মারাত্মক বিমান হামলা শুরু করার সাথে সাথে সিরিয়া-তুরস্ক সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। এপরেই এই হামলার ঘটনা ঘটেছে।

আঙ্কারা হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছিল। তবে জড়িত থাকার কথা অস্বীকার করেছে সংগঠনটি।

সিরিয়া থেকেও রকেট হামলা হয়েছে যাতে তুরস্কের বেসামরিক মানুষ মারা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের উত্তেজনা কমানোর জন্য আহ্বান করে আসছিল। সেন্টকম শুক্রবার বলেছে, এসডিএফ হামলার উত্সস্থল পরিদর্শন করেছে এবং একটি তৃতীয় আনফায়ারড রকেট খুঁজে পেয়েছে।

সেন্টকমের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেছেন, ‘এই ধরনের হামলা জোট বাহিনী এবং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে। এছাড়া সিরিয়া ও অঞ্চলের কঠোর অর্জিত স্থিতিশীলতা ও নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :