হৃদরোগের লক্ষণ ফুটে ওঠে কানেও, জানুন কীভাবে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ১০:৪৫
অ- অ+

অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, মানসিক উদ্বেগ- নানা কারণে দিন দিন বেড়েই চলেছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা। এই উচ্চ রক্তচাপের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে হৃদ্‌রোগ। এখন শুধু বয়স্করাই নন, অল্প বয়স্করাও মারা যাচ্ছেন হৃদরোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান বলছে, প্রতি বছর হৃদরোগের কারণেই অধিকাংশ মানুষের মৃত্যু হয়। কারণ, এ রোগের লক্ষণ অনেক সময় আগে থেকে প্রকাশ পায় না। ফলে সচেতন হওয়ার ফুরসতও মেলে না। আগে থেকে সচেতন না হওয়ার কারণে সঠিক সময়ে তা প্রতিরোধ করাও সম্ভব হয় না।

‘আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর দেওয়া তথ্য বলছে, বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা, চাপ, অস্বস্তি বেশির ভাগ ক্ষেত্রেই হৃদ্‌রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে পড়ে।

হৃদরোগের লক্ষণগুলো পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। তবে দুই ক্ষেত্রেই কিছু সাধারণ উপসর্গ রয়েছে। তার মধ্যে অন্যতম হল বুকে যন্ত্রণা। এছাড়া, মহিলাদের ক্ষেত্রে অন্যান্য সাধারণ লক্ষণগুলোর মধ্যে দেখা যায় বমি বমি ভাব, শ্বাসকষ্ট, পিঠ বা চোয়ালে ব্যথার মতো উপসর্গ।

তবে চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগের লক্ষণ ফুটে ওঠে কানেও। কানের লতি কুঁচকে যাওয়া, কান নীল হয়ে যাওয়া, কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখলে বাড়তি নজর দেওয়া জরুরি।

তবে শুধু কানের এই উপসর্গগুলোর সঙ্গে যদি বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের অন্য লক্ষণগুলোও দেখা দেয়, সে ক্ষেত্রে অতি দ্রুত চিকিৎসকরের পরামর্শ নেওয়া জরুরি। খুব ভালো হয় যদি সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা