বিমানবন্দর স্টেশন-মহাখালী সড়কের দুটি লেন ব্যবহার না করার অনুরোধ বিআরটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১১:০৮| আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১১:১৪
অ- অ+

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে মহাখালীমুখী সড়কে উন্নয়ন কাজের জন্য জরুরি প্রয়োজন ছাড়া সড়কটি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর স্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের দুটি লেনে উন্নয়ন কাজ চলবে। এজন্য ওই সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই সংস্থাটির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিআরটি বলছে, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করা হয়েছে।

সংস্থার প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ব্যতিত সড়ক অংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা