বিডিনিউজ প্রধান সম্পাদক খালিদীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:০০| আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের মামলায় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া জজ কোর্টের জামিন বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

জামিন বাতিলে দুদকের করা আবেদনে এক বছর আগে হাইকোর্ট যে রুল দিয়েছিল, শুনানি শেষে তার নিষ্পত্তি করেন আজ।

এ রুলের শুনানিতে তৌফিক ইমরোজ খালিদীর পাসপোর্ট জব্দের আবেদন করেছিল দুদক, আদালত তাতে সাড়া দেয়নি। হাইকোর্ট বলেছে, বিদেশে যেতে হলে তৌফিক ইমরোজ খালিদীকে আদালতের অনুমতি নিতে হবে।

‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০২০ সালের ৩০ জুলাই তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে এই মামলা করে দুদক।

এ ব্যাপারে তার ভাষ্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন ‘খুবই শক্তিশালী একটি মহলকে নাখোশ’ করেছে। সে কারণে তাকে ‘হেয় প্রতিপন্ন’ করার জন্য এই ‘সাজানো মামলা’ করানো হয়েছে।

এই মামলায় হাইকোর্টের আগাম জামিন শেষে গেল বছরের ২০ অক্টোবর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করেন তৌফিক ইমরোজ। পরে তাকে জামিন দেন আদালত। কিন্তু জজ আদালতের জামিন আদেশ চ্যালেঞ্জ করে গতবছর হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক। সেই আবেদনের শুনানি শেষে ৮ ডিসেম্বর রুল দেয় হাইকোর্ট। যার নিষ্পত্তি হয় আজ।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা