১০ এমডিকে জনতা ব্যাংকের সম্মাননা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮
অ- অ+

জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে এখন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন এমন ১০ জন এমডিকে সম্মাননা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

বুধবার রাতে (৩০ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের সম্মাননা জানানো হয়।

জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ভিডিপি ব্যাংকের এমডি মো. মোসাদ্দেক-উল-আলম, বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. তাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এমডি মো. আব্দুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মো. হাবিবুর রহমান গাজী, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. আব্দুল জব্বার, পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি শেখ মো. জামিনুর রহমান উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, সাম্প্রতিক সময়ে জনতা ব্যাংকের গড়া ১০ জন এমডি দেশের ব্যাংকিং খাতে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা