সোনারগাঁয়ে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ মনিষা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:১২
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে মনিষা মেহজাবিন (২৭) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তাদের পরিবারে ১০ বছর বয়সী আরও এক পুত্রসন্তান রয়েছে।

মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসির পেশায় একজন চাকরিজীবী।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ডা. সাইবা আক্তারের তত্ত্বাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন।

এ বিষয়ে ডা. সাইবা আক্তার জানান, রবিবার রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, এই দম্পতি আগে থেকেই আল্ট্রাসাউন্ড করে তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় অনেক খুশি এই দম্পতি ও তাদের স্বজনরা।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা