মির্জা আব্বাসের বাসভবন ঘেরাওয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:৪৪| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৭
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবন ঘেরাও করার অভিযোগ উঠেছে। ঢাকায় বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মির্জা আব্বাস সোমবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘আজ সকাল থেকে শাহজাহানপুরের বাসা ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বাসায় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল।’

পুলিশি ঘেরাওয়ে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে অনেকে বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

‘বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি, আমার বাসা ঘেরাও—সবই একসূত্রে গাথা। বিভাগীয় গণসমাবেশগুলোতে জনতার ঢল দেখে ভীত হয়ে ঢাকার সমাবেশ বানচাল করতে সরকার এসব করছে।’

তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে। নিজের বাসার মধ্যে কর্মিসভা করতে দিচ্ছে না।’

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিজ বাসায়ও নিরাপদ বোধ করছেন না বলেও জানান মির্জা আব্বাস।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা