ইতালিতে ‘অষ্ট পরিষ্কারসহ সংঘ দান’ অনুষ্ঠিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২২, ২১:২৭
অ- অ+

প্রতি বছরের মতো এ বছরও ইতালিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে অষ্ট পরিষ্কারসহ সংঘ দান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মিলানে তাপসের রেস্টুরেন্টে স্থানীয় সময় সকালে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।

এসময় ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন- বিপুললা ছিরি (শ্রীলংকা), ধাম্মা শিরি (শ্রীলংকা), শিলা বিমল (শ্রীলংকা), সুমনো জ্যোতি (শ্রীলংকা), আয়া সোমা ( ইতালি), আয়া বারমা ( ইতালি), সুদাসো (আমেরিকা)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের সহযোগিতায় ধর্মীয় গ্রন্থের মোড়ক উন্মোচন এবং অনলাইনে ধর্মীয় শিক্ষার স্কুল উদ্বোধন করেন মিলান কনস্যুলেটের শ্রম কনসাল সাব্বির আহমেদ।

আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড এবং মিলান শহরের আশপাশের বসবাসকারী বাংলাদেশি, ইতালিয়ান ও শ্রীলঙ্কার প্রবাসী বৌদ্ধরা সংঘ দান অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, বাংলাদেশে গরিব, দুস্থ ও এতিমদের সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকার নিয়ে গত সাত বছর ধরে যাত্রা শুরুর পর থেকেই নিভৃতে বাংলাদেশের বৌদ্ধ সমাজের সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলান।

সবশেষে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা