ইতালিতে ‘অষ্ট পরিষ্কারসহ সংঘ দান’ অনুষ্ঠিত
ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২২, ২১:২৭

প্রতি বছরের মতো এ বছরও ইতালিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে অষ্ট পরিষ্কারসহ সংঘ দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মিলানে তাপসের রেস্টুরেন্টে স্থানীয় সময় সকালে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।
এসময় ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন- বিপুললা ছিরি (শ্রীলংকা), ধাম্মা শিরি (শ্রীলংকা), শিলা বিমল (শ্রীলংকা), সুমনো জ্যোতি (শ্রীলংকা), আয়া সোমা ( ইতালি), আয়া বারমা ( ইতালি), সুদাসো (আমেরিকা)।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের সহযোগিতায় ধর্মীয় গ্রন্থের মোড়ক উন্মোচন এবং অনলাইনে ধর্মীয় শিক্ষার স্কুল উদ্বোধন করেন মিলান কনস্যুলেটের শ্রম কনসাল সাব্বির আহমেদ।
আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।