বগুড়ায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সভা করছেন পুলিশ কর্মকর্তা আশিক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে গ্রামে গ্রামে সচেতনতামূলক সভা করছে পুলিশ । ধর্মীয় সভা, সামাজিক অনুষ্ঠান ও মসজিদেও আইনশৃঙ্খলা রক্ষার জন্য মানুষকে সচেতনতার বাণী পৌঁছে দিচ্ছে তারা।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবালের নেতৃত্বে এসব সচেতনতামূলক কার্যক্রম চলছে শিবগঞ্জ উপজেলার দেউলী, সৈয়দপুর ও মোকামতলা ইউনিয়নজুড়ে।

সচেতন মহল বলছেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সামাজিক অপরাধ কমে যাবে অনেকাংশেই। সেই সাথে গড়ে উঠবে আত্মহত্যা ও অপরাধমুক্ত একটি শিক্ষিত সমাজ।

স্থানীয়রা জানায়, সম্প্রতি মোকামতলা, দেউলী ও সৈয়দপুর ইউনিয়নে ৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরপরই আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে পুলিশ। এছাড়া সন্ধ্যার পর কিশোর ও যুবকদের রাস্তায় দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। স্কুলগুলোতেও মাদক ও সন্ত্রাসবিরোধী সভা করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের আনারুল ইসলাম জানান, কিছুদিন আগে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে আমাদের গ্রামে আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতা সভা হয়েছে। যাতে আত্মহত্যার কুফল সম্পর্কে সুন্দরভাবে ধারণা পেয়েছি আমরা।

সৈয়দপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের আপেল মাহমুদ নামে এক কিশোর জানান, আগে রাতের পর রাত রাস্তা ঘাটে স্কুল পড়ুয়া ছেলেরা অযথা সময় কাটাত। মাঝেমাঝে ছোটখাটো অপরাধেও লিপ্ত হতো। কিন্তু সম্প্রতি রাস্তায় রাস্তায় পুলিশের সতর্ক নজরদারি দেখতে পাচ্ছি।

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ জানান, সম্প্রতি এই অঞ্চলে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আত্মহত্যা প্রতিরোধে পুলিশের এমন উদ্যোগ প্রসংশার দাবি রাখে।

মোকামতলা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সামাজিক অপরাধ কমে যাবে অনেকাংশেই। সেই সাথে গড়ে উঠবে আত্মহত্যা ও অপরাধমুক্ত একটি সমাজ।

এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, সামাজিক অপরাধ থেকে মানুষকে সচেতন করতে আমরা মসজিদ, ইসলামী জলসা, মন্দির ও সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এছাড়া মাদক ও ক্রাইম গ্যাং তৈরি যেন না হয়, সেজন্য শিশু ও কিশোরদের সচেতন করছি। এ ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা করে যাচ্ছি। আশা করি, এসব সচেতনতা সভার বড় একটি সুফল দেখতে পাবে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :