বেনাপোলে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৮

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের অদূরে গাতীপাড়া সীমান্তের কামারবাড়ি পোস্টে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠক।

২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর আহমেদ জানান, রবিবার বিকালে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা স্থান পায়।

বাংলাদেশের বিজিবির পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন ২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর আহমেদ এবং ভারতের পক্ষে ১৫৮ বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৫ জন করে অফিসার পতাকা বৈঠকে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :