মৌলভীবাজারে নিম্ন আয়ের মানুষের পাশে ডিসি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৫
অ- অ+

মৌলভীবাজারের হাওর ও পাহাড়ি এলাকায় শীত জেকে বসেছে। বিকাল গড়ালেই তীব্র শীতে কাঁপছে এই জনপদ। এখানের দিনমজুর ও ছিন্নমূল মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতি মোকাবিলায় ৭ উপজেলা প্রশাসনকে নিয়ে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

তিনি ঢাকাটাইমসকে জানান, এখানের ছিন্নমূল মানুষের কষ্ট আর ভোগান্তি দেখে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষের থেকেও অনেক শীতবস্ত্র পাওয়া গেছে। এসব শীতবস্ত্র কৃষক দিনমজুর, চা শ্রমিক, মৎস্যজীবী এমনকি সংবাদপত্র হকারদের মাঝেও বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ হাসান জানান, মৌলভীবাজার জেলার ৭ উপজেলা ও ৫ পৌরসভা এলাকায় এ পর্যন্ত ৩৫ হাজার ২৮০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পাওয়া আরও ৩ হাজার ৫শ কম্বল বিতরণ করা হয়েছে সরকারিভাবে পাওয়া মাঝেও বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা