পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১৭:২০
অ- অ+

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার সর্বশেষ ঘটনায় ফের একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে চলতি বছর শিশুসহ মোট ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, নিহত ব্যক্তির নাম তারিক মালি (৪২)। তিনি রামাল্লা শহরে গুলিবিদ্ধ হয়েছিলেন। ফিলিস্তিনি গ্রাম কাফর নামার কাছে ‘দখলদার (ইসরায়েলি বাহিনী) তার ওপর গুলি চালিয়ে’ তাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে যেটিতে একজন ব্যক্তিকে ইহুদি ফার্মের প্রবেশদ্বার দিয়ে দৌড়াতে দেখা গেছে এবং একজন ইসরায়েলি যখন তিনি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন তাকে গুলি করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জাওয়াদ ফরিদ বাওয়াকনেহ (৫৭) নামক স্থানীয় এক ফিলিস্তিনি স্কুল শিক্ষককে জেনিন শরণার্থী শিবিরে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছয় সন্তানের পিতা ছিলেন। জেনিন ব্রিগেডস সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর ২৮ বছর বয়সী যোদ্ধা আদম জাবারিনকেও গুলি করে হত্যা করা হয়েছিল।

ডিসেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারের ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এই বছর ১৮ জন ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা