রাজধানীতে নিজ বাসায় সাংবাদিকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ২২:৫২
অ- অ+

রাজধানীর পল্লবীতে নিজ বাসা থেকে এক জ্যেষ্ঠ সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপ্লব জামান (৬০) ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের নিউজ কনসালটেন্ট ছিলেন। শনিবার বিকালে উদ্ধার করার সময় অর্ধগলিত লাশটি বারান্দার মেঝেতে পড়ে ছিল।

বিপ্লব জামান পল্লবীর সাংবাদিক কলোনীর একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। বিবাহ বিচ্ছেদ হওয়ায় বাসায় একাই বসবাস করতেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বিপ্লব জামানের বাসা থেকে শনিবার দুপুরে দুর্গন্ধ বের হয়। এর উৎস বের করতে বাসাটির দরজায় নক করেন বাসিন্দারা। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ পাওয়া যায়নি। ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে পাশের বাড়ির ছাদ থেকে এক গৃহকর্মী উঁকি মেরে দেখেন- বারান্দায় উপুড় হয়ে কেউ পড়ে আছে। খবর পেয়ে বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, মরদেহটি পঁচে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এরপরও নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র সাব এডিটর এনামুল হক বলেন, বিপ্লব জামান তার পাশের ডেস্কে অফিস করতেন। এক সপ্তাহ ধরে তিনি অফিসে আসেননি। শুক্রবার সন্ধ্যায় তিনি বিপ্লবের বাসার মালিককে ফোন করে তার খোঁজ জানতে চেয়েছিলেন। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকালে বাসা থেকে বিপ্লব জামানের লাশ উদ্ধারের খবর জানেন তার সহকর্মী।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা