আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৪:২৪ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৪৮

আর্থিক সংকটের কারণে সরকার বাজেট অনুমোদন না দেয়ায় আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার দুপুরে সাংবাদিকদের ইসি সচিব এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘পরিকল্পনা কমিশন জানিয়েছে বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। যে কারণে আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলো নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশন ২ লাখ নতুন ইভিএম মেশিন কেনা ও তা রক্ষণাবেক্ষণ এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, সরকারের কাছে এই বাজেট পেশ করে তা অনুমোদনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিল ইসি। তবে বাজেট পাস না হওয়ায় ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহণ করতে হবে।

আগে থেকেই ইসি জানিয়েছিল, ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হলে তাদের পক্ষে ইভিএম কেনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেড়শ আসনে ইভিএম ব্যবহার অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে ব্যালটে ভোট করার প্রস্তুতি নেবে ইসি।

ইসি সচিব বলেন, ‘কমিশন আগেই জানিয়েছেন নতুন প্রকল্প পাস না হলে যত মেশিন আছে, তা দিয়ে যতগুলো আসনে করা সম্ভব ততগুলো আসনেই ইভিএমে ভোট হবে। এটা ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে, ৭০টিও হতে পারে। আমরা পরীক্ষা করে দেখব। যদি আর্থিক সামর্থ্য হয়, তাহলে ভবিষ্যতে হবে।’

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

দেশের তাপমাত্রা মে মাসে রেকর্ড ভাঙার আশঙ্কা

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :