শ্যামপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:১১
অ- অ+

রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মো. সুলতান মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল মজিদ ঢাকাটাইমসকে বলেন , মঙ্গলবার বেলা ১১ টার দিকে শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশান ঘাটের সামনে একটি ট্রাক পিছনে ব্যাক করার সময় সুলতান মিয়াকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তার সহকর্মীরা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে দিয়েছে।

নিহত মো. সুলতান মিয়া জামালপুরের সরিষাবাড়ী থানার চর বিন্নাপুর গ্রামের মৃত আইজদ্দি মন্ডলের ছেলে। তিনি দুই ছেলে এবং দুই মেয়ে সন্তানের বাবা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সুলতানের লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা