এটমীর পণ্য পাওয়া যাবে ভেলা কসমেসিউটিক্যালসে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮
অ- অ+

বিশ্বমানের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভেলা কসমেসিউটিক্যালস। তারই ধারাবাহিকতায় এবার ভেলা কসমেসিউটিক্যালস ও কোরিয়ান কোম্পানি ‘এটমী’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির অধীনে এটমীর পণ্য বিক্রি করবে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক্যালস।

ভেলা কসমেসিউটিক্যালস পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া এবং এটমীর পক্ষে কোম্পানির কোরিয়ান রিপ্রেজেন্টেটিভ এটোমি প্রতিষ্ঠানের সারোন রোজ মাস্টার বোক-হি-কিম ও ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ এটোমি প্রতিষ্ঠানের ডায়মন্ড মাস্টার গৌরব রাওয়াত চুক্তিতে সাক্ষর করেন।

ভেলা কসমেসিউটিক্যালস প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া বলেন, ‘বিশ্বমানের মানসম্মত কসমেসিউটিক্যালস পণ্য আমরাই সবচেয়ে কম মূল্যে বিক্রি করে থাকি। এখন থেকে কোরিয়ান কোম্পানি এটমীর সকল পণ্য ভেলা কসমেসিউটিক্যালসে পাওয়া যাবে। এই উদ্যোগের ফলে ক্রেতারা আসল পণ্য পাবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা চেরী, তমা মির্জা, দেবাশীষ বিশ্বাস, বারিশ হক, মন্দিরা চক্রবর্তী, বুলবুল টুম্পাসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা