বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:৫৩
অ- অ+

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। টানা সপ্তম দিনের মতো ঢাকার বাতাস দূষিতের মাত্রা অতিক্রম করেছে।

শুক্রবার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এর রিপোর্টে এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, একিউআই রিপোটে ঢাকার স্কোর হয়েছে ৩৩৮।

এদিকে ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।

প্রতিদিনের বাতাসের মান পরীক্ষা করে এ নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল কিংবা দূষিত, সে বিষয়ে ধারণা দেয়। এতে একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

অপরদিকে একিউআই স্কোর অনুসারে ঢাকার বাতাসে অবস্থা খুব ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজধানী ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোকেই বিশেষভাবে দায়ী করেন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা