দোনেৎস্কের নিকটবর্তী শহর ভুলেদার নিয়ন্ত্রণে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ১৪:৪২

দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভুলেদার শহর নিয়ন্ত্রণের জন্য শুক্রবার রাশিয়ান যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। অপরদিকে দক্ষিণ ফ্রন্টেও চলছে তীব্র লড়াই।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উভয় পক্ষই কৌশলগত মূল্যবান পাভলিভকা গ্রাম থেকে অল্প দূরত্বে অবস্থিত ছোট একটি প্রশাসনিক ব্লক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে। দোনেৎস্কের মস্কো-নিযুক্ত নেতা ডেনিস পুশিলিন বলেছেন, ‘এই শহরের ঘেরাও এবং পরবর্তীতে মুক্তি অনেক সমস্যার সমাধান করে দিবে।’

রুশ বার্তাসংস্থাগুলোকে উদ্বৃত করে তিনি বলেন, ‘শীঘ্রই, ভুলেদার আমাদের জন্য একটি নতুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হয়ে উঠতে পারে।’

কিন্তু কিয়েভ বলেছে, শহরটিতে আক্রমণের আগে প্রায় ১৫ হাজার জনসংখ্যা ছিল, প্রতিদ্বন্দ্বিতা রয়ে গেছে। ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্গেই চেরেভাতি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অনেক মাস ধরে, রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনী... সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের চেষ্টা করছে।’

ভুলেদারের জন্য মস্কোর ধাক্কা পুরো দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ দখল করার প্রচেষ্টার অংশ। এই অঞ্চলটি ইতিমধ্যেই রাশিয়া তার অংশ হিসেবে ঘোষণা করেছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ বলেছেন, রাশিয়ান সৈন্যরা পূর্বে, বিশেষ করে ভুলেদার এবং বাখমুতে তাদের আক্রমণ বাড়িয়েছে। এছাড়াও ফেব্রুয়ারিতে একটি নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল মস্কো। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রমণের প্রথম বার্ষিকী।

দানিলভ রেডিও সোবোদাতে বলেছেন, ‘এখন তারা সর্বাধিক সক্রিয়করণের জন্য প্রস্তুতি নিচ্ছে ... এবং তারা বিশ্বাস করে যে বার্ষিকীতে তাদের কিছু অর্জন করা উচিত। এখানে লুকানোর কিছুই নেই। তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি নতুন তরঙ্গে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমনটা তারা নিজেরাই বলে আসছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার অনুসারে, রাশিয়ান বাহিনী ‘ইউক্রেনীয় বাহিনীকে ছত্রভঙ্গ করতে এবং বিভ্রান্ত করতে এবং একটি নিষ্পত্তিমূলক আক্রমণাত্মক অভিযান শুরু করার জন্য শর্ত তৈরি করতে’ ধারাবাহিক লুণ্ঠনকারী আক্রমণে জড়িত হতে পারে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :