জোড়া ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৯
অ- অ+

সিলেটে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে জয়ের দরকার খুলনা টাইগার্সের দরকার ১৬৬ রান।

ম্যাচের শুরুতে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনা টাইগার্সের দলনেতা ইয়াসির আলি রাব্বি। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই জয় কুমিল্লার। ওপেনিং জুটিতে আসে ৬৫ রান। এর মাঝেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন লিটন। আউট হওয়ার পূর্বে করেন ৫০ রান। ৪২ বলে খেলা তার এই ইনিংসটি নয়টি চারে সাজানো।

এরপর দ্বিতীয় উইকেটে খেলতে নামা জনসন চার্লসবে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন রিজওয়ান। এ সময় দুজন মিলে মাত্র ৩৮ বলে তুলেন ৬০ রান। মাত্র ২২ বলে পাঁচটি ছয়ের মারে ৩৯ রান তুলে আউট হন চার্স।

এরপর খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন রিজওয়ান। এর আগে নিজের অর্ধশতক পূর্ণ করেন রিজওয়ান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রানে। ৪৭ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও একটি ছয়ে সাজানো। এদিকে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন খুশদিল।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা