সুইডেনের পর এবার ডেনমার্কেও কোরান অবমাননা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩৪
অ- অ+

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত তুর্কি দূতাবাসের সামনে একটি মসজিদের কাছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান পুড়িয়ে দিয়েছে উগ্রবাদীরা।

আল-জাজিরা জানায়, একাধারে ডেনিশ এবং সুইডিশ নাগরিকত্ব ধারণকারী অতি-ডানপন্থী রাসমাস পালুদানের কর্মীরা এই কাজের সঙ্গে জড়িত। এর আগে ২১ জানুয়ারি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনেও পবিত্র কুরআন পুড়িয়ে দেয় তার কর্মীরা। এ কারণে পূর্ব থেকেই তুর্কি সরকার ক্ষুব্ধ ছিল।

শুক্রবার কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের একটি মসজিদের সামনে তিনি ঘটনার মঞ্চস্থ করেন। শুধু তাই নয়, সুইডেনকে ন্যাটোতে ভর্তি না করা পর্যন্ত প্রতি শুক্রবার এই কাজ চালিয়ে যাওয়ার বিষয় জানান তিনি।

সুইডেন এবং প্রতিবেশী ফিনল্যান্ড তাদের জোটনিরপেক্ষ নীতি থেকে ঐতিহাসিক প্রস্থানে ইউক্রেনের যুদ্ধের মধ্যে সামরিক জোটে যোগ দিতে চাইছে।

যাইহোক, তাদের যোগদানের জন্য সমস্ত ন্যাটো সদস্যদের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হবে এবং তুরস্ক স্পষ্টত জানিয়ে দিয়েছে, তারা সুইডেনকে ন্যাটোতে যোগদানে কোনো রকমের সমর্থন করবে না।

এর আগেও আঙ্কারা কুর্দি সশস্ত্র গোষ্ঠী, কর্মী এবং অন্যান্য গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ বিবেচনা করে তাদের দমন করার জন্য দুই দেশকে চাপ দিয়ে আসছিল।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা