মাত্র তিন দিনেই ৩০০ কোটি ছাড়িয়ে ‘পাঠান’!

ভারতের বক্স অফিস কাঁপছে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘পাঠান’ ঝড়ে। ২০১৮ সালের ‘জিরো’র ব্যর্থতা অতীত। চার বছর পর বাদশার কামব্যাক পুরোদস্তুর সফল। প্রতিদিনই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।
এবার সবচেয়ে দ্রুত বিশ্ব বক্স অফিসে ৩০০ কোটি টাকা কামানো বলিউড ছবির তকমা পেয়ে গেল ছবিটি। মাত্র তিন দিনেই এ ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩১৩ কোটি টাকা।
যদিও তৃতীয় দিনে ‘পাঠান’-এর কালেকশন ভারতে সামান্য কমেছে। তৃতীয় দিন শনিবার হিন্দি সংস্করণে ছবির আয় হয়েছে ৩৮ কোটি টাকা। এর জেরে শুক্রবার পর্যন্ত ভারতে মোট ১৬১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে শাহরুখ খানের এই ছবির।
অন্যদিকে তামিল ও তেলুগু ভার্সন মেলালে আরও ৫.৭৫ কোটি টাকা যোগ হবে ‘পাঠান’ পরিবারের ঝুলিতে। অর্থাৎ সব মিলিয়ে শুধু ভারতের বক্স অফিসে ১৬৬.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
ভারতের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে, তিন দিনে বক্স অফিসে ‘পাঠান’-এর মোট কালেকশন ২০১ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। সবমিলিয়ে ৩১৩ কোটি টাকা।
একের পর এক ফ্লপের ভারে জর্জরিত শাহরুখ খান ‘জিরো’র পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দীর্ঘ চার বছর পর ফিরলেন রাজার বেশে। পাঠান-এ শাহরুখ খানের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। এটি এ জুটির চতুর্থ ছবি। ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

প্রয়াত মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন ডিপজল

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মুখ খুললেন সেই ভুক্তভোগী নারী

স্পর্শিয়ার ‘মায়ের বিয়ে’

হত্যার হুমকি: সালমান খানের কলকাতার শো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দুই ছেলের পর এবার মেয়ের বাবা হলেন আতিফ আসলাম

যারা অভিযোগ এনেছিল তারা পালিয়েছেন: শাকিব খান

ন্যায়বিচার পাওয়ার আশা শাকিব খানের, শিগগিরই করবেন সংবাদ সম্মেলন

কোহলিকে হটিয়ে ভারতের সবচেয়ে মূল্যবান তারকা রণবীর সিং!

সেই প্রযোজকের নামে আদালতে চাঁদাবাজির মামলা শাকিব খানের
