বেলার রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা, চসিক কাউন্সিলরের অনুসারী গ্রেপ্তার

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে গাড়িতে হামলার ঘটনায় আবু নোমান (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৬ জানুয়ারি পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো জহুরুল আলম জসিমসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
গ্রেপ্তার নোমান এ মামলার তিন নম্বর আসামি। তিনি আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর ঢাকাটাইমসকে বলেন, এজাহারনামীয় আসামিদের মধ্যে নোমান নামে একজনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দুপুরে পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে আক্রমণ ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকালেই চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসীমসহ এজহারনামীয় সাতজন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন বেলার প্রধান নির্বাহী।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার: আমির হোসেন আমু

বিএনপি ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কামরুল ইসলাম

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কেন্দুয়ায় ফুটবল ও কেরাম খেলা নিয়ে পৃথক সংঘর্ষে নিহত ২

শেখ হাসিনার সরকার থাকলে উন্নত বিশ্বের কাতারে পৌঁছতে সময় লাগবে না: আরিফুর রহমান দোলন

হরিণাকুণ্ডুতে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে ‘উষা ফাউন্ডেশন’ লাপাত্তা

রাষ্ট্রের মালিক জনগণ তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

২৬ বছর অন্যের ঘরের বারান্দায় জীবন পার, প্রধানমন্ত্রীর কল্যাণে পেলেন পাকা ঘর

হবিগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
