বেলার রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা, চসিক কাউন্সিলরের অনুসারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
অ- অ+

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে গাড়িতে হামলার ঘটনায় আবু নোমান (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো জহুরুল আলম জসিমসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

গ্রেপ্তার নোমান এ মামলার তিন নম্বর আসামি। তিনি আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর ঢাকাটাইমসকে বলেন, এজাহারনামীয় আসামিদের মধ্যে নোমান নামে একজনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দুপুরে পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে আক্রমণ ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকালেই চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসীমসহ এজহারনামীয় সাতজন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন বেলার প্রধান নির্বাহী।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা